Header Ads

গানের তরী যখন ঠেকল কবিতার তীরে...

'আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি'...রবি ঠাকুরের এই গান আমাদের বড় প্রিয়। কিন্তু কী হয় যখন গান আর কবিতা হয়ে ওঠে সহচরী একে অপরের হাত ধরে?
সেটাই জানাব আজ আপনাদের।


১লা জুলাই সন্ধ্যা ছিল সেরকমই একটি সন্ধ্যা। ক্যাফে স্ট্রিং এর তার বেজে উঠেছিল প্রাজ্ঞ দত্ত ও বর্জ্য কবির মিলিত প্রচেষ্টায়। অনুষ্ঠানের নাম ছিল 'ইক্যুয়ালস টু টু'।
গায়ক এবং গীতিকার  প্রাজ্ঞ দত্ত একজন পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা ও বটে।
বর্জ্য কবি একজন শহুরে কবি যার খ্যাতি মূলত বিস্তৃত হয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে।দুই-চার লাইনের কবিতার জাদুকর তিনি। তিনি একজন সুচারু থিয়েটার অভিনেতাও বটে।


এই দুই গুণী মানুষ যখন মিলিত হন,অভাবনীয় তো কিছু হবেই। তাই পাবলিক প্লেস যেখানে লোক জমায়েত হয় সেই জায়গাটি তারা বেছে নেন তাদের গান-কবিতা যুগলবন্দি শোনানোর জন্য।
শান্তিনিকেতন ধারায় শিক্ষিত চিত্রকর সৌরভ সামন্ত ও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তার লাইভ পেইন্টিং সেশন অনুষ্ঠানে যোগ করেছিল আলাদা একটা মাত্রা।


অভিনেতা নাইজেল ওকারা, গায়িকা বিদুষী বর্ণালি চট্টোপাধ্যায় এবং কবি বীথি চট্টোপাধ্যায় সেদিন উপস্থিত ছিলেন এই অভিনব আয়োজনে।
গান আর কবিতা পারস্পরিক সম্পর্কে বেঁচে আছে আর সেটাই আরো একবার প্রমাণ করলেন এই সৃজনশীল বন্ধু যুগল।
অনুষ্ঠানের কিছু মুহূর্ত আপনাদের জন্য...
1.


2.


3.