Header Ads

এবার দুইবাংলা মিলে নির্মিত স্বল্পদৈর্ঘ্যের ছবিতে সায়নী


বর্তমানে প্যারালাল বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী দের মধ্যে অন্যতম যার কথা মনে হয় তিনি সায়নী। এবার দুইবাংলা প্রযোজিত একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে দেখা যাবে সায়নীকে। সাথে আছে ওপর বাংলার নায়ক মামনুন হাসান ইমন। যিনি লালটিপ, গহীনে শব্দ ছবিতে বেশ প্রশংসিত হয়েছেন। এবং ওপার বাংলার ছোট পর্দাতেও বেশ জনপ্রিয় মুখ তিনি। ছবিটির নাম 'সিনেমার পর্দায় সব চরিত্র কাল্পনিক।' এটির মূলত দৈর্ঘ্য ৬০ মিনিট এবং এটির পরিচালনা করছেন কলকাতার কৃশ সোমক বেরা। ভালোবাসা মানে যে বিয়ে হবে বা সংসার ধর্ম করতে হবে তা নয়, কিছু ভালবাসা অন্তর থেকে পূর্ণতা পায় যা কখনই শেষ হয় না। মূলত এই ভালোবাসাকেই কেন্দ্র করে সাজানো হয়েছে চিত্রনাট্য। এপ্রিল মাসে হয়েছে ছবিটির প্রথম পর্যায়ের শুটিং এবং আজ হাওড়ার একটি লোকেশন- এ চলছে এই ছবির জোরকদমে শেষ পর্যায়ের শুটিংয়ের কাজ। এবং সেই ছবির সেট থেকে নিজের সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। এরপর খুব শিগগিরই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হবার পর একটি ওয়েব চ্যানেলে এটি মুক্তি পাবে।