Header Ads

শর্টকাট যাত্রা শুরু....

কী ভাবছেন কিসের কথা বলছি?কোন যাত্রার কথা বলছি,তাও আবার শর্টকাট যাত্রা!
না,কোনো ভ্রমণ কাহিনী নয়,এই 'শর্টকাট'  হল সুবীর মন্ডল পরিচালিত একটি ছবি,যার শ্যুটিং সম্প্রতি শুরু হয়েছে।
আর তার জন্যই লুক টেস্ট হল নবাগত ও পরিচিত অভিনেতা অভিনেত্রীদের।
নচিকেতার লেখা গল্প নিয়ে পরিচালক ছবিটি করছেন।আলাদা পরিবেশে বেড়ে ওঠা দুই ছেলের গল্প বলবে 'শর্টকাট'।


বিশুর চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়,জয়া আর আবেশের চরিত্রে অভিনয় করছেন অনিন্দিতা বোস এবং গৌরব চক্রবর্তী,নিতাইয়ের চরিত্রে বিশ্বনাথ বসু,প্রভাতের চরিত্রে সুমন্ত মুখার্জি, টুকুসের চরিত্রে সামানি ভট্টাচার্য, দীপের চরিত্রে অম্বরীশ ভট্টাচার্য, সবিতার চরিত্রে পিঙ্কি মল্লিক, নন্টাদার চরিত্রে চন্দন সেন,খুশির চরিত্রে তৃণা দাস,পাগলা জগাই এর চরিত্রে শঙ্কর দেবনাথ প্রমুখ নানা চেনা অচেনা মুখ এই ছবির জন্য লুক টেস্ট দিয়েছেন।
বাংলাদেশের অপু বিশ্বাস রয়েছেন নার্গিসের চরিত্রে এবং অরিন রয়েছেন চায়েওয়ালির চরিত্রে।


এই ছবির পরিচালক সুবীর মন্ডল, টলিউড বলিউড হলিউডের নামকরা পরিচালকদের (মণিরত্নম,বুদ্ধদেব দাশগুপ্ত, ঋতুপর্ণ ঘোষ,গ্যারিথ ডেভিস,ক্লেইয়ার ম্যাকার্থি প্রমুখ) সাথে কাজ করেছেন ।তিনি দূরদর্শন জাতীয় পুরস্কার, ত্রিপুরা রাজ্য পুরস্কার সহ বহু সম্মানে সম্মানিত হয়েছেন।

যাত্রা শুরু করল শর্টকাট, তার সাথে আমাদের অপেক্ষাও কবে ছবির মুক্তিপ্রাপ্তির!