Header Ads

'আবার বসন্ত বিলাপ' এর সুরে সুরে সন্ধ্যাযাপন

আগেই আমরা আপনাদের জানিয়েছিলাম বসন্ত আবার আসতে চলেছে আপনাদের দোরগোড়ায়।এই ঘোর বর্ষায় মনোরম বসন্তের কথা কোথা থেকে আসল এটাই ভাবছেন তো?
তবে বলি ছন্দসী ক্রিয়েশনস্ এর প্রযোজনায় মুক্তি পেতে চলেছে "আবার বসন্ত বিলাপ" যার মিউজিক লঞ্চ হল গত ২৭শে জুন বেঙ্গল লাউঞ্জে।


উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পরাণ বন্দোপাধ্যায়, মুনমুন সেন, খরাজ মুখার্জি, মীর, অনুভব কাঞ্জিলাল, বিহু মুখার্জি প্রমুখ ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানে টাইটেল ট্র্যাক গেয়ে শোনান শিল্পীরা।শুভদীপ দাশগুপ্ত এই ছবির মিউজিক ডিরেক্টর।বিশেষ চমক, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই ছবিতে গান গেয়েছেন।রাজেশ দত্ত ও ঈপ্সিতা রায় সরকার পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে ১৩ই জুলাই।
অনুষ্ঠানের কিছু মুহুর্ত আপনাদের জন্য...
1.


2.


3.

4.


5.