Header Ads

রবীন্দ্রনাথ নতুন রূপে,নতুন ছন্দে...

বাঙালির শয়নে স্বপনে জাগরণে রবি ঠাকুর।আমাদের প্রাণের ঠাকুর তিনি।যেকোনো অনুভূতি সে রাগ হোক কি আনন্দ, আমরা প্রকাশ করতে পারি তার সৃষ্টি দিয়ে‌।
কিন্তু কী হবে যদি গতানুগতিকতার বাইরে গিয়ে রবি ঠাকুরকে আমরা উপলব্ধি করি?পরিচালক কিউ তার পরিচালিত 'তাসের দেশ' ছবিতে চেনা ছক ভেঙেছিলেন কিন্তু তা জন্ম দিয়েছিল বহু বিতর্কের।


Major 7th & INERCOর পরিচালনায় গত ১১ই জুন What's Up Cafe তে লঞ্চ হল ড. সৌমী ব্যানার্জির প্রথম মিউজিক অ্যালবাম 'অন্তর জাগো' এবং এই মিউজিক অ্যালবামের ই একটি গান 'ফাগুন হাওয়ায় রঙে রঙে' কে মিউজিক ভিডিওর রূপ দেওয়া হয়েছে, সেখানে মূল উপজীব্য হল সমকামিতা- রূপান্তরকামিতা।এক মা তার ছোট্ট সন্তানকে এক সমকামী-রুপান্তরকামী মানুষের থেকে সরিয়ে নিচ্ছে ,যে তার নিজের ভাই, পরে বসন্ত উৎসবের দিন নিজের হাতে রাঙিয়ে দিচ্ছে একা হয়ে যাওয়া সেই মানুষটিকে,তার নিজের ভাইকে। এছাড়াও ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন জনসংযোগ আধিকারিক সুদীপ যাদব |এটি তার প্রথম অভিনয়,দেখলে অবশ্য বোঝা যাবে না।এবং মায়ের চরিত্রে রয়েছেন গায়িকা স্বয়ং।

সুদীপ যাদব,
ড: সৌমী ব্যানার্জি,
সত্রাজিৎ সেন


পরিচালক সত্রাজিৎ সেন -এর ভাবনায় তৈরী হয়েছে ভিডিওটি | ভিডিওটির নির্মাণের দায়িত্বে ছিলেন শহরের তরুণ প্রতিভা আয়ুষী গুহা ও তার team এবং রূপসজ্জায় ছিলেন সুমিত সামন্ত | সম্পূর্ণ ভিডিওটি শ্যুট করা হয়েছে শান্তিনিকেতনের "রাতের তারা দিনের রবি" resort ও তার সংলগ্ন এলাকায় | ভিডিওটি অভিনবত্বের দাবি রাখে বিষয় ভাবনায় | এই প্রথম কোন রবীন্দ্রসঙ্গীতের সাথে সমকামিতার মতন স্পর্শকাতর বিষয়কে দেখানো হয়েছে সংবেদনশীল ভাবে | গান গাওয়ার পাশাপাশি, ভিডিওটিতে অভিনয় করেছেন সৌমী ও তার পুত্র বিহান ব্যানার্জী ধয়াল | খুব শীঘ্রই ভিডিও সহ অ্যালবাম-টি মুক্তি পেতে চলেছে Major 7th ও INRECO-র ব্যবস্থাপনায় |

সুদর্শন চক্রবর্তী
,ড: সৌমী ব্যানার্জি


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরকার জয় সরকার,সুজয়প্রসাদ চ্যাটার্জি, সত্রাজিৎ সেন,শোভন গাঙ্গুলি ,কাজল সেনগুপ্ত, দেবারতি গুপ্ত,অ্যালবামের মিউজিক অ্যারেঞ্জার দূর্বাদল চ্যাটার্জি, পুজারিণী ঘোষ প্রমুখ গুণীজনেরা।
অ্যালবামটিতে রয়েছে 'আমার মন তুমি নাথ','ওই আঁখি রে','কে বসিলে আজি','তোমারি মধুর রূপে' সহ আরো কিছু মনগ্রাহী রবীন্দ্র সঙ্গীত।
শ্রোতাদের মন নিশ্চিতরূপে জয় করবে এই অ্যালবামটি।

রইল অ্যালবাম লঞ্চের কিছু মুহূর্ত...

1.


2.
ড: সৌমী ব্যানার্জি,সুজয় প্রসাদ চ্যাটার্জি

3.


4.
জয় সরকার


5.
জয় সরকার,ড: সৌমী ব্যানার্জি