Header Ads

ধূমকেতুর উদয় এবার হবে কি?বছর দুই আগে দেবের অশীতিপর লুক দেখে তাক লেগে গেছিল আপামর সিনেমাপ্রেমীদের।তারপর দেব শুভশ্রীর বর কনের লুক দর্শকদের উৎসাহকে তুঙ্গে তুলেছিল।কিন্তু দেব এবং প্রযোজক সংস্থা দাগ ক্রিয়েটিভ মিডিয়ার ডামাডোলে পায়নি মুক্তি সে ছবি।
হ্যাঁ, কৌশিক গাঙ্গুলির 'ধূমকেতু'-র কথা বলছি।এর মধ্যেই পরিচালকের বিসর্জন, ছায়া ও ছবি এবং দৃষ্টিকোণ মুক্তি পেয়েছে কিন্তু ধূমকেতুর রূপোলী পর্দায় আবির্ভাব ঘটেনি।কিন্তু এবার কানাঘুষো শোনা যাচ্ছে,এই বছর ১৫ই অগস্ট মুক্তি পাবে একসময়ের সফল জুটি দেব-শুভশ্রীর এই ছবি।


ব্রেক আপ পরবর্তী মন কষাকষি সরিয়ে এই ছবিতে কাজ করতে রাজি হয়েছিলেন দেব-শুভশ্রী।নৈনিতালের রাস্তায় দেখা গেছিল তাদের শ্যুটিং করতে।৭ ঘন্টার প্রস্থেটিক মেক আপে দেব হয়েছিলেন এক অশীতিপর বৃদ্ধ,যা বাংলা ছবির ইতিহাসে প্রথম।বর কনে বেশে তাদের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।কিন্তু দর্শকদের হতাশ হতে হয়েছিল।ছবি মুক্তি পায়নি।
শোনা যায়,দেব ডাবিং এর জন্য চুক্তির অতিরিক্ত টাকা দাবি করেছিলেন বলে দাগ ক্রিয়েটিভ মিডিয়া রাজি হয়নি।ঘটনাচক্রে দেব এই সিনেমার সহ প্রযোজক ও বটে।

যাই হোক,অপেক্ষার দিন শেষ।স্বাধীনতা দিবসেই হয়তো বাংলা সিনেমার আকাশে দেখা মিলবে 'ধূমকেতু'র।অপেক্ষা রইল।